মাকড়সার রস’ গল্পে ব্যোমকেশ ট্যারান্টুলার রস কোথা থেকে আসছে সেই রহস্যের সমাধান করেছিলেন। ফলে নন্দদুলালবাবুর কাছে মাকড়সার রস আসা বন্ধ হয়েছিল। তবে এই রাজ্যে ট্যারান্টুলার আসা যাওয়া আজও বন্ধ করা যায়নি। নিত্যদিন এই আটপেয়ের দেখা মিলছে শহর থেকে জেলা সর্বত্রই। আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে ট্যারান্টুলা। লোমস এই মাকড়সার বিষে হাসপাতালেও যেতে হয়েছে বেশ কয়েকজনকে। তবে এই আটপেয়ের কামড়ে মৃত্যু ভয় নেই জানাচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তার অমিতাভ নন্দী। দীর্ঘদিন ধরে পতঙ্গবাহিত রোগ নিয়ে গবেষণা করছেন স্কুল অফ্ ট্রপিক্যাল মেডিসিনের অধিকর্তা। ‘ট্যারেন্টুলা প্রজাতির যত মাকড়সা আছে সবই টক্সিক,মানে বিষাক্ত। সাপের যেমন বিষ আছে, তেমন ট্যারান্টুলারও বিষ আছে। কিন্তু সাপের বিষে মৃত্যুভয় থাকেলেও ট্যারান্টুলার কামড়ে মৃত্যু হয় না। জ্বালা,ব্যাথা,অ্যালার্জি,নিঃশ্বাসের কষ্ট, চোখমুখ ফুলে যেতে পারে ট্যারান্টুলার কামড়ে ‘ বলছেন ডাঃ অমিতাভ নন্দী। মাকড়সা দেখলে অনেকের একটা শিরশিরানি হয়। তার উপর প্রতিদিন এই ভযঙ্কর আটপেয়ের দর্শন, সে হতে পারে টিভি কিংবা সোশ্যাল মিডিয়া আরও আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষজন। বাচ্চা আর বয়ষ্কদের ক্ষেত্রে একটু বেশি সতর্ক হতে হবে বলছেন ডাক্তাররা। অযথা ভয় পাবেন না।
Recent Comments