আপনর সন্তান অনেকক্ষণ বাথরুমের কাটায়, ড্রাগের নেশা নয়তো?- পরামর্শ দিলেন মনোবিদ রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়

নেশা একটি রোগ। অনেকটা ওয়ানওয়ে ট্রাফিকের মতো। আজকাল স্কুল কলেজের ছেলে মেয়েরাই মূল টার্গেট ড্রাগ ব্যবসায়ীদের। তাই আপনার সন্তান সম্পর্কে সতর্ক হোন আগে থেকেই। কি করে বুঝবেন আপনার সন্তান কালো নেশার স্রোতে গা ভাসিয়েছে কিনা?- পরামর্শ Image result for rajyasree bandyopadhyay singer

দিলেন মনোবিদ রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়।  মোবাইল-৯৮৩০২৩৪৩৪৯

ড্রাগ অ্যাডিকশনের লক্ষণ

১) উটকো নতুন নতুন বন্ধু পাতানো।

২) অনেকক্ষণ বাথরুম বা ঘরে দরজা বন্ধ করে সময় কাটানো।

৩) সবসময় অন্যমনষ্ক থাকা। পড়াশোনায় মন না থাকা।

৪) স্কুল, কলেজে না যাওয়া।

৫) চোখে পিচুটি পড়া, উজ্জ্বল আলোর দিকে চোখ কুঁচকে তাকানো,

৬) দীর্ঘদিন স্নান না করা, দাঁত না মাজা, গায়ে দুর্গন্ধ। সবসময় নোংরা থাকা।

৭) বাবা, মায়ের ব্যাগ থেকে টাকা সরানো।

৮) টাকা চুরি, ধার করা, ঘরের জিনিষপত্র বাইরে বিক্রি করে দেওয়া।

৯) ব্যাগ থেকে রাংতা, ব্লেডের টুকরো, সাদা পাউডার থাকতে পারে।

১০) মিথ্যা কথা বলা।

আপনার সন্তান যদি ড্রাগ অ্যাডিকটেড হয়, অবশ্যই ডাক্তারের সাহায্য নিন। ওষুধ নয় একমাত্র সাইকোলজিক্যাল কাউন্সিলিং পারে আপনার সন্তানেকে নেশার হাত থেকে মুক্তি দিতে। ড্রাগ অ্যাডিকটেডদের পরিবারও সহ নির্ভর হযে পড়েন। হতাশা, টেনশন, গ্যাস-অম্বল নানান সমস্যা তাদের গ্রাস করে। তাই তাদেরও সঠিক কাউন্সেলিং দরকার।