স্তন এবং ফুসফুস ক্যানসার রুখতে নতুন ওষুধের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।

নতুন এই মেজিসিনের নাম আই বেট ৭৬২। এই মেডিসিন বিজ্ঞানীরা যাদের স্তন এবং ফুসফুসের ক্যানসার রয়েছে তাদের উপর প্রয়োগ করে দেখেছেন ক্যানসার কোষের বৃদ্ধির হার অনেক কমে গেছে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন স্তন এবং ফুসফুসের ক্যানসার যেগুলি ওবেসিটি বা ওজন বেশি থাকার জন্য হয় তাতে এই মেডিসিন বেশি কার্যকরী হয়। মিসিগান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিরেন লিবি জানাচ্ছেন আই বেট ৭৬২ সোজাসুজি ডিএনএতে গিয়ে কাজ করে। ফলে যে সমস্ত ক্যানসার বংশগত তাতেও ভালো কাজ করে এই মেডিসিন। ৮০ শতাংশেরও বেশি ক্যানসার কোষকে ধ্বংস করে আই বেট ৭৬২। বলছেন বিজ্ঞানীরা। প্রফেসর জেমি বানার্ড গবেষণায় দেখেছেন বেশিরভাগ ক্যানসারই ওবোসিটি থেকেই হয়। আই বেট ৭৬২ পিস্টাট৩ এর মতো প্রোটিন যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ক্যানসার কোষের বৃদ্ধি ঘটায় তার পরিমান ৫০ শতাংশ কমিয়ে দেয়।