বাতাসে করোনা! WHO-এর নতুন গাইডলাইন

করোনা থেকে বাঁচার উপায়...

করোনা আক্রান্ত বচ্চন পরিবার

করোনা ভাইরাস প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। সবথেকে বেশি ভাবাচ্ছে বাতাসের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর বিষয়টি। বিজ্ঞানীরা  জোর দিয়ে বলেছিলেন, বাতাসে ড্রপলেটের মাধ্যমে সংক্রমিত হতে পারে করোনা ভাইরাস। সেই বিষয়টি কার্যত মেনে নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা  হু। এবার বাতাসে করোনা সংক্রমণ রুখতে কয়েকটি নতুন গাইডলাইন প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

আরও পড়ুন:

https://www.facebook.com/417197095316901/posts/1139864533050150/

WHO- এর নতুন গাইডলাইন…

১) করোনার প্রকোপ থেকে বাঁচতে ভিড় এড়ানোর প্রয়োজন। কোথাও বেশি লোক জমায়েত করা ঠিক হবে না।

২) যে বাড়িতে মানুষ থাকেন, বা যেখানে কাজ করেন সেটি খোলামেলা হওয়া জরুরি। দেখতে হবে, সেই বাড়িতে যেন আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। বদ্ধ জায়গায় করোনা সংক্রমণের সম্ভবনা আরও বেড়ে যায়।

৩)  যে কোনও নাগরিকের জন্যই  মাস্ক বাধ্যতামূলক হতে হবে।

৪) যেখানেই যাওয়া হোক না কেন, শারীরিক দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে।

কখনই এই প্রাথমিক অভ্যাস বদল করলে চলবে না। মনে রাখতে হবে, যেখানে বেশিরভাগ সময় থাকা হয়, সেই জায়গাটা পরিস্কার রাখতে হবে পাশাপাশি নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যতটা কাজ করা যায়, করতে হবে।এর আগে  বেশ কয়েকজন বিজ্ঞানী একটি চিঠিতে লেখেন, বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার উদাহরণ তাঁরা পেয়েছেন। যদিও WHO আরও প্রমাণের দাবি করেছে।

এই বিষয়ে ডাঃ অরিন্দম বিশ্বাসের পরামর্শ …

নিঃশ্বাস নিলেই কী করোনা সংক্রমণ?

বাতাসে ভাসছে করোনা ভাইরাস। বিজ্ঞানীদের দাবিকে কার্যত মান্যতা হু-এর। তাহলে কী নিঃশ্বাস নিলেই করোনা হতে পারে? – পরামর্শে ডাঃ অরিন্দম বিশ্বাস

Posted by Health 24×7 on Wednesday, July 8, 2020

Posted in: