চিনা স্বাস্থ্য শত্রুকে পরাজিত করতে প্রস্তুত তো? এই প্রশ্নগুলি করুন নিজেকেই…

বয়কট করুন এই চিনা শত্রুকেও!

যুদ্ধে জয়ী হতেই হবে

চিনকে যোগ্য জবাব দিতে ভারতের হাত শক্ত করুন।  ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার জন্য প্রত্যেক ভারতীয়কেই এগিয়ে আসতে হবে। নতুন এই উদ্যোগে সফল হতে খুবই জরুরি দেশবাসীর সুস্থতা। যা করোনা ভাইরাসের হানায় টালমাটাল। মনে রাখবেন এই করোনা ভাইরাসের প্রথম দেখা মিলেছিল চিনের উহানে। করোনা রুখতে চিনের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছে অনেক দেশই। চিন থেকে ছড়িয়ে পড়া এই শত্রুকে ধ্বংস করতে হলে আমাদের প্রত্যেক ভারতীয়কেই করোনা নিধন যুদ্ধে সামিল হতে হবে।

আরও পড়ুন: করোনা থেকে ক্যান্সার, প্রতিরোধে খান এই ফল

 করোনা নিধনে আপনি এই অস্ত্রগুলি ব্যবহার করছেন তো? নিজেকেই করুন এই প্রশ্নগুলি।

Do You Obeying These Do’s and Don’ts…

মাস্ক ব্যবহার করছেন? (Do you use face mask daily?)

বারে বারে সাবান বা স্যানিটাউজার দিয়ে হাত ধুয়ে নিচ্ছেন? (Do you use soap or sanitizer to wash your hands repeatedly?)

সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব মেনে চলছেন? ( Do you maintain social or physical distance?)

আরও পড়ুন: ৩দিনে করোনা রুখবে এই ওষুধ:AYUSH মন্ত্রক

যদি প্রশ্নগুলির উত্তর হয় ‘হ্যা’ তাহলে আমরা সকলে জোটবদ্ধভাবে চিনের বর্বরতার যোগ্য জবাব দিতে পারব। কারণ আমাদের দেশ হবে করোনা মুক্ত। গড়াবে অর্থনীতির চাকা। ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তুলব আমরা প্রত্যেক সুস্থ ভারতবাসী। তাই প্রত্যেকে এই নিয়মগুলি মেনে চলুন অবশ্যই।

Posted in: