হৃদযন্ত্র প্রতিস্থাপনে ছাড়পত্র পেল কলকাতা মেডিকেল কলেজ

পথটা দেখিয়েছিলেন দিলচাঁদ সিং। হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর পেয়েছেন নতুন জীবন। তবে তা বেসরকারি হাসপাতালের মাধ্যমে। এবার হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্ভব সরকারি হাসপাতালেও। এই রাজ্যে প্রথম কলকাতা মেডিকেল কলেজের মাথায় নতুন মুকুট। কলকাতা মেডিকেল কলেজে এবার হৃদযন্ত্র প্রতিস্থাপন করা যাবে। স্বাস্থ্য দফতরের কাছ থেকে মিলেছে অনুমতি।

এতদিন কোনও সরকারি হাসপাতালের হৃদযন্ত্র প্রতিস্থাপনের ছা়ড়পত্র ছিল না। এবার সরকারি হাসপাতালে হৃদযন্ত্র প্রতিস্থাপন হবে সম্পূর্ণ বিনামূল্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের প্রত্যেকটি মানুষ যাতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পান তা সুনিশ্চিত করেছেন। মেডিকেল কলেজের এই পরিষেবায় প্রাণ বাঁচবে অনেক গরীব মানুষের। অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা প্রশাসন অদিতিকিশোর সরকার জানান, ‘কলকাতা মেডিকেল কলেজ আবেদন করেছিল,গত ৭ই জুন স্বাস্থ্য দফতরের আধিকারীকরা পরিদর্শনে যান।তারপর ছাড়পত্র দেওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজকে। ‘

মেডিকেল কলেজে প্রস্তুত রয়েছে আইসোলেশন ওয়ার্ড, অপারেশন থিয়েটার। রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি। কলকাতা মেডিকেল কলেজের সুপার ডাঃ শিখা ব্যানার্জ্জী জানিয়েছেন ‘আউটডোরে দেখানোর পর ডাক্তারা যদি মনে করেন রোগীর হৃদযন্ত্র প্রতিস্থাপনের দরকার তাহলে প্রথমে তাঁর নাম নথিভুক্ত করা হবে। ব্রেন ডেথ হয়েছে এমন  হৃদযন্ত্র যদি পাওয়া যায় তবে সেই নথিভুক্ত রোগীর দেহে প্রতিস্থাপন করা হবে হৃদযন্ত্র।’