মশাই করবে ডেঙ্গুর বিনাশ, এ কেমন মশা!

Image result for picture of aedes mosquito

 

ডেঙ্গু মশা মারতে কামান দাগার কথা শুনেছেন অনেকেই কিন্তু ডেঙ্গু তাড়াতে মশা? হ্যা, এমনই গবেষণার কথা শুনিয়েছেন অস্ট্রেলিয়ার বিঞ্জানীরা। গেটস্ ওপেন রিসার্চ এ প্রকাশিত তথ্য অনুযায়ী, মেলবোর্নের মোনাস ইউনিভার্সিটির গবেষকরা ‘ওলব্যাকিয়া’ নামক একটি ব্যাকটেরিয়ার কথা উল্ল্যেখ করেছেন। ‘ওলব্যাকিয়া ব্যাকেটেরিয়া’ আক্রান্ত মশা ডেঙ্গু ছড়াতে পারে না।

ডেঙ্গু ভাইরাস, আক্রান্ত মশার দেহ থেকে যে নিউট্রিয়েন্টস্ সংগ্রহ করে ‘ওলব্যাকিয়া ব্যাকেটেরিয়া’ তা প্রতিরোধ করে, পাশাপাশি মশাদের ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু তাই নয় ‘ওলব্যাকিয়া ব্যাকেটেরিয়া’ যুক্ত মশাদের প্রজননের ফলে যে মশার জন্ম হয় তাও ডেঙ্গু প্রতিরোধী হয়।

অস্ট্রেলিয়ার টাউন্সভিলে প্রায় ৪ মিলিয়ন ‘ওলব্যাকিয়া ব্যাকেটেরিয়া’ আক্রান্ত মশা ছা়ড়া হয়েছে। ২৮ মাস পরে দেখা গিয়েছে এলাকাটি পুরো ডেঙ্গি মুক্ত।

শুধু ডেঙ্গু নয়, ওলব্যাকিয়া ব্যাকেটেরিয়া জিকা, চিকুনগুনিয়ার ক্ষেত্রেও কিভাবে ব্যবহার করা যায় তাও গবেষণা করে দেখছেন বিঞ্জানীরা।