আর ঘুম ছাড়া রাত নয়, ঘুমিয়ে পড়ুন ১ মিনিটে

Related image

ঘুমোন ১ মিনিটেই:

বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন কিছুতেই ঘুম আসছে্ না? ঘুমিয়ে পড়ুন এক মিনিটে। জেনে নিন ঘুম আসার সহজ উপায়।যা আপনি বিছানায় শুয়ে করতে পারবেন খুব সবজেই ।

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষকদের দাবি নিম্নোক্ত পদ্ধতিতে আসে ১ মিনিটে ঘুম।

আরও পড়ুন: মশাই করবে ডেঙ্গুর বিনাশ, এ কেমন মশা!

.প্রথমে জিভের ডগাটা রাখুন সামনের দাঁতের সারির মাংসল জায়গায়। পুরো ব্যায়ামের সময় জিভ সেখানেই থাকবে।

.এবার বেশ জোড়ে ‘হুশহুশ’ শব্দ করে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন।

. শ্বাস ধরে রেখে এক থেকে সাত গুনুন।

আরও পড়ুন: রাতে ঘুমতে যাওয়ার আগে আপনার ত্বককে ৫ মিনিট সময় দিন,আর থাকুন চিরযৌবনা

. আট গুনে শ্বাস পুরোপুরি ছেড়ে দিন। ‘হুশহুশ’ শব্দ করে শ্বাস ছাড়তে থাকুন।

. এভাবেই চারবার ব্যায়ামটি করতে হবে।

 

গবেষণায় দেখা গিয়েছে এই ব্যায়াম শুধু ফুসফুসের উপরই প্রভাব ফেলে না মস্তিষ্কের উপরও প্রভাব ফেলে। কমে আসে চিন্তা ভাবনা। আর আপনি ঘুমিয়ে পড়েন খুব সহজেই।