ম্যাজিক্যাল মিশ্রণে চুলের অনেক সমস্যার সমাধান

Related image

সামনেই দূর্গাপুজো। কিন্তু নীরার মন ভালো নেই। প্রচুর চুল পড়ে যাচ্ছে।আর চুলে অসম্ভব খুসকি। ডার্ক কালারের কিছু কেনারই সাহসই পাচ্ছে না নীরা। অয়ন্তিকার তো অকালেই চুল পেকে যাচ্ছে। আর তার সঙ্গে মাথার তালু অসম্ভব চুলকাচ্ছে। কালার ব্যবহারে চুলের অবস্থা ত থৈ বচ। শুধু নীরা কিংবা অয়ন্তিকাই নয় একালের মেয়েদের অনেকেরই এই একই সমস্যা। নারকেল তেল আর লেবুর রসের মিশ্রণে এই সমস্ত সমস্যা একেবারে দূর হয়ে যায়। এককথায় ম্যাজিক্যাল মিশ্রণ। এক মিশ্রণে বহু কাজ। কি কি সমস্যা দূর করে এই মিশ্রণ? চলুন দেখা যাক

নতুন চুল বৃদ্ধি করে

নতুন চুল বৃদ্ধিতে নারকেল তেল এবং লেবুর রসের মিশ্রণ বেশ কার্যকর। এতে চুলের গোড়াও শক্ত হয়।

চুলের অকালপক্কতা রোধে

অনেক সময় অল্প বয়সে চুল সাদা হয়ে যায়। ভিটামিন সি চুলের অকালে পেকে যাওয়া রোধে সাহায্য করে।  লেবুর রস এবং নারকেল তেলের মিশ্রণ নিয়মিত ব্যবহারে চুল সাদা হওয়া রোধ করে।

খুশকি দূর করে

লেবুর রস মাথার খুশকি দূর করে থাকে। নারকেল তেল এবং লেবুর রসের মিশ্রণ মাথার তালুতে থাকা মৃত চামড়া দূর করে দেয়। সাধারণত মৃত চামড়া থেকে খুশকির উৎপন্ন হয়ে থাকে।

মাথার তালুর চুলকানি

নারকেল তেল এবং লেবুর রস মাথার চুলকানি দূর করতেও বেশ কার্যকর। এর প্রভাবে মাথার তালুর রুক্ষতা দূর হয়। ফলে আর চুলকানি হয় না।