৮ই মে। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। থ্যালাসেমিয়া একটি মারণ রোগ। কিন্তু একটু সচেতনতাই এই রোগকে নির্মুল করতে পারে এই পৃথিবী থেকে। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন দীর্ঘদিন দিন ধরে এই মারণ রোগ প্রতিরোধে নানান উদ্যোগ নিয়ে আসছে। এই সংগঠনের সম্পাদক শ্রী সঞ্জীব আচার্যের নিরলস পরিশ্রমে ফলে ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ৩,১৮,১১২ জনের থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করানো হয়েছে। সম্প্রতি প্রেস ক্লাবে এক সাংবাাদিক সম্মেলনে তিনি জানান ‘এখনও প্রচুর মানুষ আছেন যারা থ্যালাসেমিয়া বাহক। কিন্তু তারা জানেন না। কারণ তারা থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করাননি। প্রত্যেকের উচিত বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করানো উচিত। পরীক্ষা পসিটিভ হলে বিবাহ কখনই নয়।’ ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে উপলক্ষ্যে রক্তদান সিবিরের আয়োজন করা হয়েছে শ্যামবাজারে। ইচ্ছুকরা যোগাযোগ করুন ৮২৪০৪৯৪৮৭৪ নম্বরে। গ্রীষ্মে রক্তের অভাব দূর করতে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সাধু উদ্যোগ।
থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন
সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন
১০, ভূপেন বোস এ্যভিনিউ, কলকাতা-৭০০০০৪
ফোন নং= +91 9830560296




Recent Comments