ঋতু পরিবর্তনের সমস্যা-দারচিনি,গোলমরিচ,মধু,কালোজিরে-তে রোগমুক্তি

Related image

ঋতু পরিবর্তনের সময় মাথা ভার, মাথা ব্যাথা, গলা ব্যাথা, নাক দিয়ে জল পড়া, জ্বর এসব প্রায়ই হয়। রান্নাঘরে থাকা মশলায় এসব থেকে মিলতে পারে মুক্তি।

.দারচিনি জলে ফুটিয়ে ছেঁকে নিন। এই ক্কাথ ঈষদুষ্ণ অবস্থায় অল্প গোলমরিচ গুঁড়ো, মধু মিশিয়ে খেলে আরাম পাবেন।

.কালোজিরে কাপড়ে মুড়িয়ে পুটুলি করে রাখুন। বন্ধ নাকের সমস্যায় এই কালোজিরের পুটুলি ব্যবহার করুন। ভালো কাজ দেবে।

.  নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা বা বুকে সর্দি বসে গেলেও দারচিনির ক্কাথ খেলে উপকারি। তুলসি পাতার রসও খুব কাজ দেয়।

. রান্নায় জিরে ও মরিচ ব্যবহার করলে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা পাওয়া যায়। কারণ জিরে, মরচের থার্মোজেনিক প্রপার্টি ঠান্ডা লাগতে দেয় না।

. জ্বর, বমি ভাব, গায়ে ব্যাথায় আদা উপকারি।