বিশ্বের উচ্চতম আগ্নেয়গিরিতে সত্যরূপ সিদ্ধান্ত, কুর্নিশ

 

 

ফের এক ভারতীয়র পা পড়ল  মাউন্ট ওজোস দেল সালাদোর  চূড়ায় । দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট ওজোস দেল সালাদোর চূড়ায় পা রাখলেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত।

পর্বতারোহী মাল্লি মস্তান বাবু ছিলেন প্রথম ভারতীয় যিনি মাউন্ট ওজোস জয় করেছিলেন। এবার সেখানে পৌঁছলেন সত্যরূপ। আর্জেন্তিনা-চিলি সীমান্তে আন্দিজে অবস্থিত বিশ্বের উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ওজোস দেল সালাদো। উচ্চতা ৬,৮৯২ মিটার।  সেখানে পৌঁছলেন সত্যরূপ।

প্রথম ভারতীয় হিসাবে এর আগে আন্টার্কটিকার উচ্চতম আগ্নেয়গিরি মাউন্ট সিডলি জয় করেন সত্যরূপ। সেখানে হাড় কাঁপানো ঠাণ্ডায় বরফে দীর্ঘ পথ স্কি করতে হয় তাঁকে। বর্তমানে সাত আগ্নেয়গিরি চূড়ায় পৌছনোর স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন সত্যরূপ। ইচ্ছা ও আত্মবিশ্বাস থাকলে দুর্গমকেও জয় করা সম্ভব। প্রমাণ করছেন সত্যরূপ। এগিয়ে চলুন আপনি।

 

 

Posted in: