মাছি থেকেও করোনা সংক্রমণের আশঙ্কা

মাছি থেকে করোনা সংক্রমিত হতে পারে? এই প্রশ্ন নিয়ে Health24x7.in দ্বারস্থ হয়েছিল বিশিষ্ট পতঙ্গবিদ্ ডঃ অমিয় কুমার হাটির কাছে। তাঁর মতে মাছি প্রত্যক্ষভাবে করোনা ছড়াতে পারে না। প্রত্যক্ষভাবে অর্থাৎ মশা যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ছড়ায় সেরকমভাবে মাছি করোনা ছড়াতে পারে না। কিন্তু পরোক্ষে করোনা ছড়ানোর সম্ভাবনা  থেকেই যায়।

সম্প্রতি অমিতাভ বচ্চনের করা পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে। বিগ বি’র এই দাবিকে উড়িয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রকও। তাদের দাবি, করোনা একটি সংক্রামক ব্যাধি। যা মাছি থেকে ছড়ায় বলে তাঁদের কাছে কোনও তথ্য নেই। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স-এর বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্ত ব্যক্তির কফ বা থুথু থেকে ছড়ায় এই ভাইরাস। আমরা জানি কফ বা থুথুতে মাছি বসে। এবং তা থেকে রোগ জীবাণু বহন করে নিয়ে যায়। তাহলে কি এই পরিস্থিতিতে মাছি বিপদ নয়?

আরও পড়ুন: করোনায় মুরগির মাংস কতটা নিরাপদ?

যত্রতত্র কফ বা থুথু ফেলা ভারতবর্ষে খুব চেনা ছবি। রাস্তাঘাটে, যত্রতত্র সে হতে পারে হাসপাতাল কিংবা স্কুল কিংবা অফিস যেখানে সেখানে কফ বা থুথু ফেলার সময় কেউ একবার ভেবেও দেখেন না এর থেকে বাতাসের মাধ্যমে বা মাছির মাধ্যমে কত অসুখই না মানবদেহে সংক্রামিত হতে পারে।

বিশিষ্ট পতঙ্গবিদ্ ডঃ অমিয় হাটির মতে করোনা ভাইরাস ড্রপলেট বা কোল্জড্ কনট্যাক্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে। থুথু বা কফ  ভিজে মাধ্যম। করোনা ভাইরাস কমপক্ষে ১৪ দিন সক্রিয় থাকে। ফলে করোনা আক্রান্তের থুথু বা কফে বসা মাছি, ধরুন কোনও টেবিলে বসল। আর সেই জায়গায় আপনি হাত দিলেন, সেই হাত আপনি নাক, মুখ বা চোখে দিলেন তা থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তাঁর মতে, মাছি ১০০ থেকে ২০০ মিটার পর্যন্ত পরোক্ষে  ড্রপলেট বহন করে।আর সেখান থেকেই করোনা সংক্রমণের সম্ভাবনা থেকে যায়।

করোনা ভাইরাসকে দূরে রাখার সহজ উপায়

  •  করোনা আক্রান্ত ব্যক্তির কফ বা থুথু থেকে ছড়ায় এই ভাইরাস, তাই যত্রতত্র থুথু বা কফ ফেলবেন না।
  • বাড়িঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখুন
  •  কফ বা হাঁচি এলে টিস্যু ব্যবহার করুন
  •  এই সময়টা সবাই বাড়িতে থাকুন। তাহলে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।
  •  বাইরে বের হলে যে কারও সঙ্গেই কম করে হলেও ১ মিটার দূরত্ব বজায় রেখে চলুন।
  • এই ভাইরাস যেকোনো বয়সের মানুষের শরীরে ছড়াতে পারে। এজন্য পরিবারের প্রত্যেককেই সচেতন থাকতে হবে
  •  বাইরে থেকে ফিরে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন
  •  বাইরে থাকার সময়ে অ্যালকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করুন
  •  অপরিষ্কার অবস্থায় নিজের চোখ বা মুখে হাত দেবেন না। তাহলেই আপনি করোনা ভাইরাসকে দূরে রাখতে পারবেন
  •  জনসমাগম এড়িয়ে চলুন
  •  জ্বর, গলা ব্যথা, কফ, আর শ্বাসকষ্ট হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন।
Posted in: