করোনাভাইরাস কিন্তু ‘কালিদাস’ নয়!

শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব?

করোনাভাইরাসের সঙ্গে মানুষের সহাবস্থান। সৌজন্যে- ইকোনমিক টাইমস্

উফ! আর পারা যাচ্ছে না। আর কতদিন? করোনা ভাইরাস কবে পিছু ছাড়বে বলতে পারেন? বিশ্বজুড়ে সবার এই একই প্রশ্ন। গবেষকরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন এর উত্তর পেতে। কিন্তু এখনও তার কোনও উত্তর নেই। উল্টে আরও উদ্বেগের কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। জেনেভার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক ডা: মাইক রায়ান বলেন, ‘এই ভাইরাসটি রোগ হিসেবে আমাদের সাথেই থাকতে পারে এবং হয়তো কখনই ১০০ শতাংশ নির্মূল হবে না। যেমন HIV নির্মূল হয়নি। কিন্তু আমরা ঐ ভাইরাসের সাথে সহাবস্থান অজর্ন করতে পেরেছি।’

আরও পড়ুন: ৩দিনে করোনা রুখবে এই ওষুধ:AYUSH মন্ত্রক

করোনা ভাইরাসের সঙ্গেই ঘর করতে হলে তো মহা মুশকিল। কখন কী রূপ নেবে তা তো কেউই জানে না। জেনেটিক্যাল পরিবর্তনের ফলে মারাত্মক আকার ধারণ করেছে সার্স ভাইরাস। সার্স কোভ২ ভাইরাস বা কোভিড-১৯ তো রীতিমতো ধ্বংসলীলা চালাচ্ছে। তাহলে কী করে সহাবস্থান?

আরও পড়ুন: লকডাউনে মদ্যপান বাড়িয়ে দিয়েছেন?সামলে, বেসামাল হলেই সব শেষ…

ভাইরোলজিস্ট ডা: অমিতাভ নন্দীর মতে, ‘ভাইরাস সাধারণত হোস্টের দেহকে ক্ষতি করবে না। অর্থাৎ যে ডালে বসবে তাই কেটে দেবে এমন করাটা যে বোকামি তা করোনাও বোঝে। তাই যেখানে সে থাকবে, তাকেই সে মেরে ফেলবে সেটা সে করবে না। ফলে অনেকেই যেমন কোনও লক্ষণ ছাড়াই করোনা নিয়েই সুস্থ রয়েছেন, কিংবা করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তেমনই শান্তিপূর্ণ সহাবস্থান করবে করোনা ভাইরাস এবং মানুষ। তবে মেনে চলতে হবে বারে বারে হাত সাবান দিয়ে ধোওয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, ভিড় এড়িয়ে চলা- এই নিয়মগুলি মেনে চলা বাধ্যতামূলক। যাদের অন্য রোগ আছে বা বয়স্ক তাদের খুবই সতর্ক থাকতে হবে।’

অতএব করোনা ভাইরাসকে সঙ্গী করেই আপাতত বাঁচতে হবে পৃথিবীকে। তবে পৃথিবী জুড়ে গবেষণা চলছে। খুব তাড়াতাড়িই প্রতিষেধকের সন্ধান মিলবে, আশা বিশ্ববাসীর। আর ততদিন সতর্কতা নিয়মে জীবন।

Posted in: