সূর্যেরও করোনা!

তাহলে কী এবার মহাকাশেও পৌছিয়ে গেল করোনা?

সূর্যের করোনা, সৌজন্যে আরটিনিউজ

করোনাভাইরাস প্রতিরোধে সূর্যালোকের ভূমিকা রীতিমতো গবেষণার বিষয়। করোনাভাইরাস রীতিমতো ত্রাসের সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। সম্প্রতি এক মার্কিন আধিকারিক দাবি করেছেন, সূর্যরশ্মি, উষ্ণতা ও আপেক্ষিক আর্দ্রতা দ্রুত দুর্বল করে করোনাভাইরাসকে। অর্থাৎ যত গরম পড়বে তত প্রকোপ কমবে করোনার। কিন্তু জানেন কী, সেই সূর্যেরই নাকি যুগযুগ ধরে করোনা রয়েছে।

আরও পড়ুন: মাচা চা’-য়ে এক চুমুক, করোনা থাকবে শত হস্ত দূরে

তাহলে কী এবার মহাকাশেও পৌছিয়ে গেল করোনা? সূর্যপৃষ্ঠের তাপমাত্রা যেখানে ৬০০০ ডিগ্রি সেলসিয়াস। সেখানেও করোনা হয় সূর্যের। তাও সবসময়ের জন্য। কখনও নির্মূল হয় না। করোনা সূর্যের সর্বক্ষনের সঙ্গী হলেও তা আমরা চাক্ষুস করতে পারি না। শুধুমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় দেখতে পাওয়া যায় করোনা সূর্যের করোনা রূপ।

অনেকেই মনে করতে পারেন তাহলে কী সূর্য করোনাভাইরাসে আক্রান্ত? করোনা আবহে নানান ভ্রান্ত ধারণা আমাদের গ্রাস করছে। সেই ধারণা গুলিকে ভেঙে ফেলা খুবই দরকার। আসুন জেনে নিই সূর্যের করোনা আসলে কী?

আরও পড়ুন: সুস্থ করোনা রোগীর রক্তেই আক্রান্তের চিকিৎসা

নাসা(NASA)-এর তথ্য অনুসারে, সূর্যকে ঘিরে থাকে অনেক গ্যাসের আস্তরন। একে সূর্যের অ্যাটমোস্ফিয়ার বলে। সর্বশক্তিমান সূর্যের অ্যাটমোস্ফিয়ারের একেবারে বাইরের দিকে থাকা মুকুটই সূর্যের করোনা। সাধারণত করোনা অংশের ঘনত্ব কম হওয়ায় সূর্যের আলোর ছটায় চাপা পড়ে থাকে। শুধুমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে, চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণ ঢেকে দেয়। তখনই সূর্যকে ঘিরে দেখা যায় উজ্জ্বল করোনা। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা থেকেও প্রায় ১০ মিলিয়ন তাপমাত্রা বেশি সূর্যের এই অংশের। কেন এমন তাপমাত্রার তারতম্য তা এখনও রহস্যাবৃত।

Posted in: