করোনা পরীক্ষা এবার বাড়িতেই

বাড়িতে বসেই করোনা পরীক্ষা

করোনা পরীক্ষার কিটটি ফল জানাতে সময় নেবে ৫-১০ মিনিট

করোনাতঙ্কে গোটা বিশ্ব। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লকডাউন ভারতেও। বাড়িতে থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এই দুটি বিষযের উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বেশি করে করোনা টেস্ট করানোর ওপরও জোর দিচ্ছেন চিকিৎসকরা।

জ্বর, কাশি, শ্বাসকষ্ট করোনা রোগের অন্যতম লক্ষণ। আবার সাধারণ মরসুমের ফ্লু-তেও এই লক্ষণগুলি দেখা যায়। ফলে আতঙ্কিত সাধারণ মানুষও। যতবেশি করোনা রোগ চিহ্নিত করা সম্ভব হবে ততই এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং মানুষের মধ্যেও আতঙ্ক কমবে বলে মনে করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: স্বস্তির খবর, গবেষকদের নাগালে করোনা ভ্যাকসিন

আপনি করোনা আক্রান্ত কিনা এবার তা বাড়িতে বসেই পরীক্ষা করতে পারবেন। সম্প্রতি বেঙ্গালুরুর  এক বেসরকারি সংস্থা এমনই একটি কিট তেরির কথা জানিয়েছে। যাকে মান্যতা দিয়েছে  ইন্ডিয়ান কাউন্সিল অফ্ মেডিক্যাল রিসার্চ  (ICMR)। এই কিট বাড়িতেই খুব সহজেই ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।

এই কিট কিভাবে ব্যবহার করবেন?

. প্রথমে অ্যালকোহল দিয়ে আঙ্গুল পরিস্কার করে নিন।

. এরপর কিটের তীক্ষ্ণ ব্লেডটি আঙ্গুলের ডগায় ফোটান।

.  কিটের কার্টিজ রক্তের নমুনা পরীক্ষা কিটটি বলে দেবে আপনি করোনা আক্রান্ত কিনা।

. কিটটি ফল জানাতে সময় নেবে ৫-১০ মিনিট।

আরও পড়ুন: নির্দিষ্ট গ্রুপের রক্তে করোনা ঝুঁকি! ভিত্তিহীন দাবি

কিটটি কিনতে খরচ হবে প্রায় ২০০০-৩০০০ টাকা। এই কোম্পানীর ওয়েবসাইটে অনলাইনে অর্ডার দিলে ২-৩ দিনের মধ্যেই এই কিট পৌছিয়ে যাবে আপনার বাড়িতে এমনই জানাচ্ছে এই বেসরকারি সংস্থাটি।